- মেল বডি তে বাংলা অভ্রতে টাইপ করে দেবেন। পিডিএফ পাঠাবেন না। প্রয়োজনে ওয়ার্ড ফাইল পাঠাতে পারেন।
- কবিতা পাঠালে অন্তত ১০ টি পাঠাবেন। আমাদের সম্পাদকীয় পরিষদ সেখান থেকে নির্বাচন করবেন। তরুণ কবিদের লেখা সাদরে গ্রহণ করা হবে। প্রবন্ধ পাঠান ১০০০-১২০০ শব্দের মধ্যে। প্রবন্ধ কবিতা ও কবিতা বিষয়ক হওয়া বাঞ্ছনীয়। মুক্তগদ্য পাঠাতেই পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরাই প্রবন্ধ ও গদ্যের জন্য আমন্ত্রণ জানাই।
- বানান ভুল করা চলবে না।
- লেখা পাঠানোর পর অন্তত ২ মাস অপেক্ষা করবেন। অযথা ফোন করে বা মেসেজ করে বিরক্ত করবেন না। মনোনীত হলে আমরা যোগাযোগ করবো।
- ব্লগে প্রকাশিত সমস্ত লেখার লিংক আমাদের প্রকাশনার ফেসবুক পেজে পোস্ট করা হয়। সেক্ষেত্রে লেখকদের অনুরোধ আমাদের পেজটিকে ফলো করুন। আমাদের পেজের লিংক https://www.facebook.com/aloprithibi/
- লেখা পাঠান aloprithibipatrika@gmail.com
খুব জরুরি প্রয়োজন হলে কথা বলুন +৯১৯০০২৪৯৮৩০৭ / ৯৫৬৪১২৫১৬৩ / ৯৮৩১৭৩৮৩২১ / ৮৯১০৪৮০৮৫০ নম্বরে।
👍
LikeLike